নরসিংদীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কলেজছাত্রী

নরসিংদীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কলেজছাত্রী
নরসিংদীর পলাশ উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে উচ্চমাধ্যমিক পড়ুয়া এক কলেজ ছাত্রী। শুক্রবার (২০ আগস্ট ) উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য খানেপুর গ্রামে তার বিয়ের আয়োজন চলছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়ে যায়।

পলাশ উপজেলার মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মো. সহিদুল ইসলাম বক্স বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের আবুল কালাম শিকদারের কলেজ পড়ুয়া মেয়ের সাথে পাশ্ববর্তী গ্রামের প্রবাসী এক ছেলের বিয়ের কাবিনের আয়োজন চলছিল।

খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার মেয়ের বাড়ি গিয়ে  থানা পুলিশের সহযোগিতায় বাল্য বিয়ে বন্ধ করে দেন। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবেনা বলে মুচলেখা দেন মেয়ের বাবা আবুল কালাম শিকদার।

মন্তব্যসমূহ (০)


Lost Password