ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের সাইকেল দল বাংলাদেশ ভ্রমনে

ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের সাইকেল দল বাংলাদেশ ভ্রমনে
MostPlay

ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করতে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের একটি সাইকেল র‌্যালি ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল দিয়ে বাংলাদেশে এসেছে। রবিবার বেলা ১২টার সময় সাইকেল দলটি বেনাপোল-পেট্টাপোল নোম্যান্সল্যান্ডে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে স্বাগতম জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার কমান্ডার মোঃ হাফিজুর রহমান জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে সাইকেল র‌্যালিতে অংশ নেবে দুই দেশের সেনা সদস্যরা। এই সাইকেল র‌্যালিতে সেনা সদস্যরা বাংলাদেশের বিভিন্ন জেলা পরিদর্শন করবেন। আজ ১৪তারিখ থেকে আগামী ১৯ তারিখ পর্যন্ত বাংলাদেশ ভ্রমন শেষে র‌্যালীটি পুনরায় দর্শনা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবে।

এসময় বেনাপোল-পেট্টাপোল নোম্যান্সল্যান্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেড কমান্ডার হাফিজুর রহমান ও ভারতের পক্ষে বিগ্রেড জেনারেল দীনেশ চন্দ্র শিং কল্যাণ।

মন্তব্যসমূহ (০)


Lost Password