শন উইলিয়ামসের দৃঢ়তায় দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাল জিম্বাবুয়ে

শন উইলিয়ামসের দৃঢ়তায় দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারাল জিম্বাবুয়ে
MostPlay

স্পোর্টস ডেস্ক : ইউরোপা সফরটা খুব একটা ভাল কাটছে না জিম্বাবুয়ের। প্রথমে আয়ারল্যান্ডের কাছে টি-টুয়েন্টি সিরিজে পরজয় দিয়ে শুরু এরপর ওয়ায়নডে সিরিজে ১-১ ব্যাবধানে ড্র করেছিল জিম্বাবুয়ে। সেই সিরিজেই আবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তী ব্রেন্ডন টেইলর। আয়ারল্যান্ড সফর শেষ করে স্কটল্যান্ডের সাথে পরাজয় দিয়ে সিরিজ শুরু করে জিম্বাবুয়ে। প্রথম টি-টুয়েন্টি ম্যাচে ৭ রানে হেরে যায় ক্রেইগ আরভিনের দল। স্কটল্যান্ডের কাছে টেস্ট ক্রিকেটের সদস্য জিম্বাবুয়ের পরাজয় অনেকটাই বেমানান, কিছুটা লজ্জারও। তবে দ্বিতীয় ম্যাচেই ভালভাবে ফিরে এসেছে জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের ১০ রানে পরাজিত করে সিরিজে সমতা ফিরিয়েছে জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের জয়ের নায়ক তাদের সেরা অলরাউন্ডার শন উইলিয়ামস। ব্যাট হাতে খেলেছেন ৫২ বলে ৬০ রানের ইনিংস এবং ৩ ওভার বল করে ২৩ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট।

দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ২০ রান জমা করতেই ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া (৭) ও চাকাভা (৮) ও মাধাভেরে কোন রান করেই সাজঘরে ফিরে যান। এরপর অধিনায়ক আরভিন ও উইলিয়ামস জিম্বাবুয়েকে খাদের কিনারা থেকে টেনে তোলার কাজটা করেন। আরভিন ৩০ করে আউট হয়ে গেলেও উইলিয়ামস খেলে গেছেব একেবারে শেষ পর্যন্ত। ১টি ছয় এবং ৫টি চারের সাহায্যে ৫২ বলে ৬০ করে অপরাজিত থাকেন উইলিয়ামস। মুলত তার কল্যাণেই লড়াকু পূজি পায় জিম্বাবুয়ে। স্কটল্যান্ডের ইভানস, মার্ক ওয়াট, গেভিন, ও লিসাক ১টি করে উইকেট শিকার করেন।

১৩৭ রানের লক্ষে বায়ট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্কটল্যান্ড। স্কোরবোর্ডে মাত্র ১৬ রান জমা করতেই হারিয়ে বসে ৪ উইকেট। সেখান থেকে স্কটল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখান অভিজ্ঞ ব্রিংটন ও ক্রুস। দলীয় ৯১ রানের সময় ব্রিংটন ব্যাক্তিগত ৪২ রান করে আউট হয়ে সাজঘরে ফেরত গেলে ভাঙে দুজনের ৭৫ রানের জুটি। দলীয় ১১০ রানের মাথায় ক্রুস ৪২ রান করে জংইয়ির বলে আউট হয়ে গেলে ম্যাচে ফিরে জিম্বাবুয়ে।

শেষদিকে লিসাক একাই স্কটল্যান্ডকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার কাজটা করছিলেন। কিন্ত ১২৫ রানের সময় লিসাক ২৫ করে ফিরে গেলে জয়ের আশা শেষ হয়ে যায় স্কটল্যান্ডের। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারের ২ বল বাকি থাকতে ১২৬ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক স্কটল্যান্ড। জিম্বাবুয়ের পক্ষে চাকাভা, নাগারভা ও মাসাকাদযা ২টি করে উইকেট শিকার করেন। আগামীকাল রোববার ১৯ সেপ্টেম্বর সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে মুখোমুখি হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password