নওগাঁয় গ্যাস বড়ির ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নওগাঁয় গ্যাস বড়ির ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

নওগাঁ সদর উপজেলায় গ্যাস বড়ির ট্যাবলেট খেয়ে কানাই চন্দ্র সাহা (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। আজ সোমবার (২১ মার্চ) বিকেলে সদরের সুলতানপুর এলাকার সাহা পাড়ায় ঘটনাটি ঘটে। কানাই চন্দ্র সাহা উপজেলার সুলতানপুর গ্রামের সাহা পাড়ার মৃত কালীপদ সাহার ছেলে।

ছোট বোন নিষ্কৃতি শাহা বলেন, দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করে দরজাটা না খুললে পরে দরজা ভেঙ্গে দ্রুত নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে দুপুরে দরজা বন্ধ করে গ্যাস বড়ি খেয়েছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গেে পাঠানো হয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password