কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে রিট

কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে রিট
MostPlay

বিনোদন প্রতিবেদক : ‘বীর’ চলচ্চিত্রে পুরণো দিনের জনপ্রিয় গান “তুমি আমার জীবন আমি তোমার জীবন” গেয়ে ক্লোজাপ তারকা সোমনূর মনির কোনাল ২০২০সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন। নকল গানে কন্ঠ দিয়ে জাতীয় পুরস্কার নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলেও পুরস্কার কমিটির সিদ্ধান্ত বহাল আছেন। তবে এবার কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

৭ মার্চ উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য শেখ শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান। রিটে তথ্য মন্ত্রণালয় ও জুরি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এ বিষয়ে আইনজীবী খান জিয়াউর রহমান বলেন, কোনালের নাম তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রকাশ হওয়ার পর থেকেই গানের বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক ও সমালোচনা। বেশ কিছু গণমাধ্যম ও সামাজিকমাধ্যম এ নিয়ে সরব হয়।

‘বীর’ সিনেমায় ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইন অনুমতি ছাড়া ব্যবহার করা হয়। এ সিনেমা মুক্তির পর গানটি নিয়ে বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছিল। পুরস্কারের জন্য ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানটিকে তালিকাভুক্ত করা হয়েছে। আগেই বিতর্ক তৈরি হওয়া একটি গান জাতীয় পুরস্কারের তালিকায় ঠাঁই পাওয়া অবাক করেছে দেশবাসীকে। জাতয়ি চলচ্চিত্র তার গুরুত্ব হারিয়েছে অনেক আগেই কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মর্জাদা আরো কয়েক ধাপ নিচে নামল এই পুরস্কার এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ‘তুমি আমার জীবন’ শিরোনামের ওই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর। গানটি নিয়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হওয়ায় ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল তখন বিব্রত বলে প্রতিক্রিয়া দেন। তবে কোনাল নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

মন্তব্যসমূহ (০)


Lost Password