নওগাঁর পত্নীতলায় একদিনে ১৩ হাজার ৭৩জন মানুষকে টিকা প্রদান

নওগাঁর পত্নীতলায় একদিনে ১৩ হাজার ৭৩জন মানুষকে টিকা প্রদান
MostPlay

সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় নওগাঁর পত্নীতলা উপজেলায় একদিনে ১৩ হাজার ৭৩ জন মানুষকে টিকা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১১ ইউনিয়নের ও ১টি পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পেইনে এই গণটিকাদানের কার্যক্রম চলে। এদিন উপজেলায় মোট ৪৩টি কেন্দ্রে ১৩হাজার ৭৩ জন মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়। এদিকে টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকেই ব্যাপক উৎসাহের মধ্যে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।  পাশাপাশি টিকা কেন্দ্রগুলোতে পুলিশের নিরাপত্তা জোরদার ছিলো।

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম খালিদ সাইফুল্লাহ জানান, সারাদেশে একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় উপজেলা হাসপাতালসহ উপজেলা জুড়ে মোট ৪৩টি কেন্দ্রে ১৩ হাজার মানুষকে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password