ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন উর্বশী

ক্রিকেট বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন উর্বশী

এবার ক্রিকেট বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলি সুন্দরী উর্বশী রাউতেলা। অভিনেত্রীদের হাতে বিশ্বকাপ ট্রফি উন্মোচনের নজির এই হাত ধরেই শুরু হলো। আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন বলিউডের অভিনেত্রী উর্বশী রাউতেলা।

আগেরবার কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তার সঙ্গে ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস। অভিনেত্রীদের হাতে বিশ্বকাপ ট্রফি উন্মোচনের নজির এই দুজনের হাত ধরেই শুরু হলো। এবার ক্রিকেটের বিশেষ আয়োজনের অংশ হলেন বলি সুন্দরী উর্বশী। প্যারিসে আইসিসি ট্রফি উন্মোচন করেছেন তিনি।

সোনালি পোশাক পরে প্যারিসে আইফেল টাওয়ারের সামনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন এই তারকা। ট্রফি উন্মোচনের পর স্যোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে উর্বশী লিখলেন, ‘প্রথম অভিনেত্রী আমিই যে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ট্রফির উন্মোচন করলাম।

আইফেল টাওয়ারের সামনেই এই কাজ করলাম আমি।’ উর্বশী রাউতেলাকে সম্প্রতি তেলেগু সিনেমা ‘ব্রো দ্য অবতার’-এ দেখা গেছে। এই ছবির একটি গানে পারফর্ম করেছেন তিনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পবন কল্যাণ, সাই ধরম তেজ, কেতিকা শর্মা, রোহিণী মলেত্তি প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password