আবারো বিতর্কিত পোশাকে হাজির উরফি জাভেদ

আবারো বিতর্কিত পোশাকে হাজির উরফি জাভেদ

নিয়মিত বিতর্কে থাকাটাই যেন একমাত্র কাজ তার! নিত্য নতুন বিতর্কিত পোশাক পরে হাজির হন ক্যামেরার সামনে। আর সেই আলোচনায় বুদ হয়ে থাকেন নেটিজেনরা। বিগত কয়েকমাসে উরফি জাভেদ ধারাবাহিকভাবেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়ে যাচ্ছেন। চমক দেওয়াটাই যেন একমাত্র কাজ সোশ্যাল মিডিয়া সেনসেশন উরফি জাভেদের!

কখনও শরীরে প্লাস্টিক, কখনও শুধু মোবাইল ফোন আর চার্জার। কখনো কাচের তৈরি পোশাক, কখনো খোলা বুক! আর এবার স্তনের মধ্যে সোনালি জরির সাপ জড়িয়ে ক্যামেরার সামনে এলেন উরফি। সঙ্গে সবুজ রঙের ইভনিং গাউন। সম্প্রতি এক ফ্যাশন শো’তে এই পোশাকেই চমক দিয়েছেন এই বিতর্কিত মডেল। এক পাপারাৎজির ক্যামেরায় ধারণ করা উরফির নতুন পোশাকের ভিডিওটি সাড়া ফেলে দিয়েছে অনলাইনে। নেটিজেনরা সুযোগ পেলেই উরফিকে নিয়ে ঠাট্টা করেন।

তবে সদা খোশমেজাজে থাকা এই উরফির জীবনটা যে সহজ নয়, তা জানালেন নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি জানিয়েছিলেন, ”আমরা পাঁচ ভাই-বোন। বাবা আমাদের উপর খুবই অত্যাচার করত। খুব মারধর করত। মাকেও মারধর করত বাবা। এসব দেখেই আমি বড় হয়েছি। বাবা বাড়িতে আটকে রাখত আমায়। অনেক বার আত্মহত্যা করার চেষ্টাও করেছি।”

শুধু তাই নয়, উরফি আরও বলেছেন “খুবই অর্থাভাব ছিল আমাদের। বহু রাত গেছে যে আমরা খেতে পায়নি। আমার বাড়ির লোক চাইত না যে আমি গ্ল্যামার জগতে আসি। কিন্তু ওই বাজে পরিস্থিতি থেকে বের হওয়ার কারণেই আমি এই দুনিয়াকে বেছে নেই। ছোটবেলার অন্ধকার ঢাকতে এখনকার ঝকঝকে দিকটাকে বেছে নিয়েছি।”

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।

সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে চর্চাও হয় প্রচুর। তবে সব ধরনের চর্চা ও সমালোচনার উর্ধ্বে উরফি জাভেদ। বিতর্ক তিনি গায়েই মাখেন না, সেটা কমবেশি সবাই জেনেও গেছেন ইতিমধ্যে। তাই নেটিজেনরাও অপেক্ষায় থাকেন, উরফির পরের চমকের জন্য।

মন্তব্যসমূহ (০)


Lost Password