২৬১ ঘণ্টা পর তুরস্কে দুজনকে জীবিত উদ্ধার

২৬১ ঘণ্টা পর তুরস্কে দুজনকে জীবিত উদ্ধার
MostPlay

তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ৪৪ হাজার ছুঁইছুঁই। এর ভেতরে কেটে গেছে ১০ দিন। আজ ১১ দিনে পড়ল। এত সময় পরে কারো বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে সবাই। কিন্তু ২৬১ ঘণ্টা পার হওয়ার পরেও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। তুরস্কে একটি ধসে পড়া ভবনে আটকে থাকা দুই ব্যক্তিকে ১০ দিন পর উদ্ধার করা হয়েছে।

ধ্বংসস্তূপের ভেতরে তারা পার করেছেন ২৬১ ঘণ্টা! উদ্ধারকৃতরা দুজনই পুরুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উদ্ধারকারীদল তুরস্কের আন্তাক্যা জেলায় ধ্বংসস্তূপের নিচ থেকে মেহমেত আলী (২৬) এবং মুস্তাফা আভিসি (৩৪) নামের ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে। এর আগে ২৪৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ।

৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্কে দুটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৮ হাজার ০৪৪ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ সংস্থা আজ শুক্রবার ভোরে এই তথ্য জানিয়েছে। ৭.৭ এবং ৭.৬ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ১৩ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক ছাড়া সিরিয়ায়ও এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেখানেও লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮০০-এর বেশি। সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্যসমূহ (০)


Lost Password