নওগাঁর আত্রাইয়ে গত কয়েক দিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে আত্রাই নদীর পানি হু হু করে বৃদ্ধি পাওয়ায় নদী তীরের ২০ গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আত্রাই উপজেলার জগদাশ ও শিকারপুর এলাকার দুই স্থানে এবং উপজেলার বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ফাটল দেখা দিয়েছে।