প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে ডুবলো জাহাজ! বাঁচেনি একটি পশুও

প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে ডুবলো জাহাজ! বাঁচেনি একটি পশুও
MostPlay

প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে ডুবলো জাহাজ! রোববার, সুদানের সুয়াকিন বন্দরের কাছেই ডোবে নৌযানটি; মারা গেছে সব গবাদি পশু। তবে, প্রাণে বেঁচেছেন জাহাজটির আরোহীরা। ডুবুরীদের সহযোগিতায় তাদের সবাইকে উদ্ধার করা হয়। কোরবানী ঈদের জন্য, সুদান থেকে সৌদি আরবে ভেড়াগুলো রফতানি করা হচ্ছিলো।

সুদানের লোহিত সাগরের সুয়াকিন বন্দরে হাজার হাজার ভেড়া নিয়ে ডুবে গেছে জাহাজটি। অতিরিক্ত ওজনের দরুন ওই জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, জাহাজের ক্রুরা বেঁচে গেলেও পানিতে তলিয়ে গেছে ১৫ হাজার ৮০০ ভেড়া। পশুগুলোকে বোঝাইয়ের পরপরই ওজন সইতে না পেরে ডুবে যায় বদর-১ নামের জাহাজটি।

নাম প্রকাশ না করার শর্তে সুদানের এক সিনিয়র বন্দর কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে সর্বোচ্চ ৯ হাজার ভেড়া বহন করার কথা ছিল। অন্য একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার দরুন অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের উদ্বেগ সৃষ্টি হয়েছে। পশুগুলো পচে পানি ও বাতাস দুটোই দূষিত হবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে মাইলের পর মাইল।

মন্তব্যসমূহ (০)


Lost Password