স্যাটেলাইটে ধরা পড়ল ভুটানে চীনের গ্রাম বানানোর চিত্র (ভিডিও)

স্যাটেলাইটে ধরা পড়ল ভুটানে চীনের গ্রাম বানানোর চিত্র (ভিডিও)
MostPlay

ভুটানের জমি দখল করে ডোকলামের কাছে অন্তত দু’টি গ্রাম বানিয়েছে চীন। স্যাটেলাইটে চীনের এই গ্রাম বানানোর চিত্র ধরা পড়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তৈরি ওই গ্রাম দুটি পাশাপাশি অবস্থিত।

গ্রামের মধ্যদিয়ে নির্মিত বিভিন্ন স্থাপনাও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। এনডিটিভি জানায়, ওই অঞ্চলের ৩০ কিলোমিটারের মধ্যেই রয়েছে ডোকলাম মালভূমি। ২০১৭ সালে ওই গিরিপথেই টানা ৭৩ দিন স্ট্যান্ড অফ বা মুখোমুখি অবস্থানে ছিল ভারত ও বেইজিং। এ ব্যাপারে ইন্টেল ল্যাবের এক শীর্ষস্থানীয় গবেষক ড্যামিয়েন সাইমন জানান, ওই বিতর্কিত জমিতে চীন যে নানা রকম নির্মাণ শুরু করেছে এবার হাতেনাতে ধরা পড়ে গেল।

২০২০ সালে লাদাখে ভারতীয় জওয়ানদের সঙ্গে সংঘর্ষ হওয়ার পরেই সিকিম সীমান্তেও তৎপরতা বাড়িয়েছে চীন। নেপাল সীমান্তেও প্রচুর সেনা মোতায়েন করেছে বেইজিং। এবার ভুটানের জায়গা দখল করে গ্রাম তৈরির করার অভিযোগ উঠল তাদের নামে। এর আগে গত বছরের শেষের দিকে ভারতের অরুণাচল প্রদেশে চীনের গ্রাম বানানোর চিত্র ধরা পড়েছিল। 

সূত্রঃ এনডিটিভি

মন্তব্যসমূহ (০)


Lost Password