ডেঙ্গুর তান্ডবে নাকাল দেশের মানুষ

ডেঙ্গুর তান্ডবে নাকাল দেশের মানুষ
MostPlay

করোনার তান্ডব শেষ না হতেই দেশে নতুন করে তান্ডব চালাচ্ছে ডেঙ্গু মশা। আক্রান্তে প্রতিদিনই তার রেকর্ড ভাঙ্গছে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নতুন করে তিনজন মারা গেছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।1 এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৫২৮ জন ঢাকার এবং বাইরের ৩৭২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে তিন হাজার ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ২৬ হাজার ৯৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬১২ জন। মারা গেছেন ৯৯ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন। 

মন্তব্যসমূহ (০)


Lost Password