ঢাবি 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ১৪.৩০ শতাংশ

ঢাবি 'গ' ইউনিটের  ভর্তি পরীক্ষায় পাশের হার ১৪.৩০ শতাংশ
MostPlay

আশা সরূপ ফল হচ্ছেনা দেশের অন্যতম  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গুলোতে। ঢাবি'র ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ১৪ দশমিক ৩০ শতাংশ। এ ইউনিটে পাস করেছেন মাত্র ৪ হাজার ২৮৯ জন শিক্ষার্থী। এই ইউনিটের মাধ্যমে ৯৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ২৯ হাজার ৯৯৭ জন। রোববার ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি।

রোববার(০৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর ‘গ’ ইউনিটে আবেদন করেছিলেন ৩০ হাজার ৬৯৩ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছেন ২৯ হাজার ৯৯৭ জন। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত এ ইউনিটে গতবার পাসের হার ছিল ২১ দশিমিক ৭৫ শতাংশ।

৩ জুন ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password