নওগাঁর সাপাহারে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার পরিদর্শন করলেন সিভিল সার্জন

নওগাঁর সাপাহারে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার পরিদর্শন করলেন  সিভিল সার্জন
MostPlay

নওগাঁর সাপাহারে ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারের লাইসেন্স আবেদনের প্রেক্ষিতে পরিদর্শন করেছে জেলা সিভিল সার্জন।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলা সদরে অবস্থিত নিরাময় হাসপাতাল, কেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, ম্যাক্স ভিশন চক্ষু হাসপাতাল, সিটি ক্লিনিক, সততা ক্লিনিক ও ডক্টর পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল পরিদর্শন করেন নওগাঁ জেলা সিভিল সার্জন আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহা,রুহুল আমিন সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন কালে অনুপযুক্ত পরিবেশ, ডাক্তার ও নার্স না রাখার অপরাধ, পর্যাপ্ত বের্ড না থাকা সহ বিভিন্ন কারণে উক্ত ৬ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্য ম্যাক্স ভিশন চক্ষু হাসপাতাল, সিটি ক্লিনিক ও ডক্টর পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করেন।

 সততা ক্লিনিক, নিরাময় হাসপাতাল ও কেয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে ১০ দিনের সময় দিয়ে সতর্ক করে দেন সিভিল সার্জন।

মন্তব্যসমূহ (০)


Lost Password