চোখের সামনে গাড়িটা পুড়ে শেষ দুই বোতল পানির জন্য

চোখের সামনে গাড়িটা পুড়ে শেষ দুই বোতল পানির জন্য

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সড়কে একটি ব্যক্তিগত গাড়িতে আগুন লাগায় ব্যস্ততম এই সড়কের এক পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন উত্তরা অভিমুখী যাত্রীরা। ফায়ার সার্ভিসের কুর্মিটোলা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে রাত সাড়ে ৮টায় গাড়িটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর আগেই গাড়িটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। এদিকে গাড়িটি নিয়ে হিরণ খান নামের একজন ফেসবুকে দাবি করেছেন এটি তাঁর ভাইয়ের গাড়ি। মাত্র দুই বোতল পানির জন্য গাড়িটি পুড়ে শেষ হয়ে গেছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর এয়ারপোট রোডে এই জলন্ত গাড়িটি আমার মেজ ভাই মো রায়হান আলি খানের।

হিরণ বলেন, কোনও মতে প্রাণে বেঁচে আমাকে ফোন দিয়ে বললো ভাইরে দুই বোতল পানির জন্য আমার গাড়িটা পুড়ে শেষ। গাড়িতে যখন ধোঁয়া বের হচ্ছিল তখন দরজা লক হয়ে যযায়। অনেক কষ্টে বাইরে বের হয়ে মানুষের কাছে পানির জন্য অনুরোধ করে।

কেউ আগায় আসেনি.. বরং রাস্তার মানুষ গুলো পানি না দিয়ে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। আফসোস করে তিনি বলেন, 'হায়রে ভাইরাল দুনিয়ার ভাইরাল মানুষ…কবে যে দেখবো মৃত্যুযাত্রী নিজের মায়ের মুখে পানি না দিয়ে শেষ নিশ্বাসের ভিডিও ভাইরালে ব্যস্ত এক সন্তান।' আগুন নেভানোর পর এদিন রাত সাড়ে ৯টার দিকে উত্তরা অভিমুখে যান চলাচল শুরু হয়। এর মধ্যেই মহাখালী পর্যন্ত যানজট তৈরি হয়। যা গোটা ঢাকা শহরকে অস্বাভাবিক করে তুলেছিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password