রাশিয়াকে জি-২০ থেকে বের করে দিতে চাইছে পশ্চিমারা

রাশিয়াকে জি-২০ থেকে বের করে দিতে চাইছে পশ্চিমারা
MostPlay

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্ভাব্যভাবে রাশিয়াকে জি-২০ গ্রুপ থেকে বাদ দেওয়ার একটি পদক্ষেপ বিবেচনা করছে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, পোল্যান্ড মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের রাশিয়ার বদলে এ গ্রুপে আসার প্রস্তাব দিয়েছে। দেশটি এ ব্যাপারে ‘ইতিবাচক সাড়া’ পেয়েছে। জি ২০ হচ্ছে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট। এর লক্ষ্য জলবায়ু পরিবর্তন এবং উন্নয়নসহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর গৃহীত পদক্ষেপের সমন্বয় করা।

এই ধরনের উদ্যোগ পশ্চিমাদের তরফ থেকে রাশিয়ার বিরুদ্ধে বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে যুক্ত হবে। তবে বিশ্লেষকরা মনে করেন সম্ভবত চীন, ভারত এবং সৌদি আরবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য দেশ এর বিরোধিতা করবে। কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেছেন এ কারণে, জি-৭ সদস্য পশ্চিমা মিত্ররা এ বছরের জি-২০ সম্মেলন বর্জন করতে পারে। জোটের বর্তমান চেয়ার ইন্দোনেশিয়াকে এ নিয়ে সতর্কও করা হয়েছে বলে জানা গেছে।

জাকার্তা বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা মনে করি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সম্প্রদায় রাশিয়ার জন্য আর স্বতঃস্ফূর্ত, স্বাভাবিক বিষয় হতে পারে না।

রাশিয়াও মূলত পশ্চিমাদের নিয়ে গঠিত জি-৭ এর অংশ ছিল। রাশিয়াকে জোটে নিতে এটি জি ৮ এ সম্প্রসারিত হয়েছিল। কিন্তু ২০১৪ সালে ক্রিমিয়াকে জোর করে নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেওয়ার পর তাকে বহিষ্কার করা হয়। সূত্র: রয়টার্স

মন্তব্যসমূহ (০)


Lost Password