ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী

ধর্ম নিয়ে আর বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী
MostPlay

স্বাধীনদেশে আপনারা স্বাধীনভাবে  ধর্ম পালন করবেন, কেউ কোনভাবে বাড়াবাড়ি করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে এইসব কথা বলেন । 

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান কেবল বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হাজার হাজার সেনা সদস্যকেও নির্যাতন ও হত্যা করেছে। ৭৫ এর পর বাংলাদেশে ১৯ বার ক্যু হয়েছে। বিএনপির অনেকেই দাবি করে জিয়াউর রহমানের হাতে সেনাবাহিনী খুবই নিরাপদ ছিল।

শেখ হাসিনা বলেন, এত রক্তক্ষয় হলো এত কিছু ঘটে গেলো বাংলাদেশে। আর যেন এসব না হয়। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার মতো করে বসবাস করবে। যার যার ধর্ম সে সে পালন করবে।

তিনি আরও বলেন, সব ধর্মেই শান্তির কথা বলা আছে। আমাদের ইসলাম ধর্মও তাই বলে। নবীজি বলে গেছেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।

মন্তব্যসমূহ (০)


Lost Password