তেঁতুলতলা মাঠে কোনও স্থাপনা হবে না নির্দেশ প্রধানমন্ত্রীর

তেঁতুলতলা মাঠে কোনও স্থাপনা হবে না নির্দেশ প্রধানমন্ত্রীর
MostPlay

কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়ার জন্য বেশ অনেক দিন ধরেই জোড় দাবি জানিয়ে আসছিলেন পরিবেশ আন্দোলন, মানবাধিকার ও সাংস্কৃতিক কর্মীসহ এলাকার জনসাধারণ। সেই পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নির্দেশ দিয়েছেন তেঁতুলতলা মাঠে কোনও প্রকার স্থাপনা হবে না।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা জানান।

তিনি বলেন, ২০১৭ সালে আমরা এই জায়গা বরাদ্দ পেয়েছিলাম। থানা নির্মাণের জন্য এটা সরকার পুলিশকে দিয়েছিল। এটা পুলিশের জায়গা, পুলিশেরই থাকবে। তবে এখানে কোনও থানা হবে না।

তিনি বলেন, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কলাবাগান এলাকার মানুষ আগে যেভাবে এই জায়গাটি ব্যবহার করতেন, এখন থেকে সেভাবেই ব্যবহার করবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password