নওগাঁর মান্দায় পালিত হলো ৫০তম জাতীয় সমবায় দিবস

নওগাঁর মান্দায় পালিত হলো ৫০তম জাতীয় সমবায় দিবস
MostPlay

নওগাঁর মান্দায় ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় টেলিকনফারেন্সে বক্তব্য দেন সাংসদ মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক। উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আকতারুজ্জামান আল মনসুর, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি ফজলুল বারী সাফি, তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির পরিচালক উৎপল চন্দ্র মন্ডল, শ্রেষ্ট সমবায়ী আজিজার রহমান প্রমুখ।

শেষে জোতবাজার বণিক সমবায় সমিতি লিঃ, তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ও বিষ্ণুপুর-চকশৈল্যা বহুমুখী সমবায় সমিতিকে শ্রেষ্ঠ নির্বাচিত করে ক্রেষ্ট প্রদান এবং ভোরের আলো কৃষি সমবায় সমিতির সভাপতি আজিজার রহমানকে শ্রেষ্ঠ সমবায়ীর পুরস্কার প্রদান করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password