তিস্তার পানি বিপদসীমার উপরে

তিস্তার পানি বিপদসীমার উপরে
MostPlay

ভারি বর্ষণ ও উজানের ঢলের কারণে গজলডোবার ৪৪টি গেটই খুলে দিয়েছে ভারত। এতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি। লালমনিরহাট-নীলফামারীর মতো রংপুরেও তিস্তার পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। গংগাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, গংগাচড়া, কাউনিয়া ও পীরগাছার নিচু এলাকাসহ চরাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত শত বসতঘর ও জমির ফসল। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বড় ধরনের বন্যা হতে পারে। গংগাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মেম্বার আশেক আলী জানান, বুধবার ভোর থেকে হঠাৎ পানি বাড়তে শুরু করেছে। এভাবে পানি বাড়লে শিগগিরই সবকিছু তলিয়ে যাবে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়া অনেক মানুষ বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এখনো মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে।

এদিকে, পানিবন্দি মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

মন্তব্যসমূহ (০)


Lost Password