সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙ্গে পরলেন তামিম ইকবাল খান। এর আগে কখোনো এমনভাবে কান্না করতে দেখা যায়নি তাকে। তবে সব কান্নার অবসান ঘটিয়ে। হাজারো ক্রিকেট প্রেমীদের হৃদয় ভেঙ্গে চুরমার করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। কে জানতো কান্না দিয়েই শেষ করবেন তামিম ইকবাল এর অধ্যায়।
হঠাৎ করে ডাকা তামিম ইকবাল ডাকা সংবাদ সম্মেলনে আসার আগে সে তার নিজের ফোন বন্ধ করে রেখেছিল। কিন্তু কে জানতো তার ভিতর বইছিলো তুষের আগুন। জীবনের সব থেকে প্রিয় যায়গাটিকে আজ ছেরে দেওয়ার যন্ত্রনা।
২০২৩ বিশ্বকাপ খেলার আগ্রহ ছিল। আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছিলেন, ‘ভারতে নিজের শেষ বিশ্বকাপ খেলবো।’
কিন্তু শেষ কিছুদিন ধরে ফিটনেস ও ফর্মের রসায়ণ জমছিল না কিছুতেই। দেশের সেরা ওপেনার ছিলেন নিজের ছায়া হয়ে। তাতে শঙ্কার মেঘ জমছিল তার আকাশে। সেই মেঘ এবার বৃষ্টি হয়ে ঝরলো। আর তামিম ইকবাল নিয়ে নিলেন নিজের ক্যারিয়ারের কঠিনতম সিদ্ধান্ত।
অনেক জল্পনা, নানামুখী আলোচনার পর অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ধ্রুবতারা তামিম ইকবাল। বৃহস্পতিবার নিজ শহর চট্টগ্রামেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন।
‘নরম্যালি, এরকম পরিস্থিতিতে মানুষ স্পিচ লিখে আসে। কিন্তু আমার সেরকম কোনো প্রস্তুতি নেই। আমার পুরো ক্যারিয়ারেই আমি কখনো কোনো স্পিচ দিয়ে কিছু বলিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন