ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে
MostPlay

সোমবার (৯ মে) সকাল ১১টায় মধুর ক্যান্টিন থেকে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন ও সদস্য সচিব আমান উল্লাহ আমানের নেতৃত্ব বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হয়। সারাদেশে অসহনীয়ভাবে সয়াবিন তেলের দাম বৃদ্ধি প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

মিছিল শেষ সংক্ষিপ্ত সমাবেশে আক্তার হোসেন বলেন, সরকারের জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নেই। তারা সিন্ডিকেট করে একের পর এক পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হ্রাস করা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমানউল্লাহ আমান বলেন, সরকারের সিন্ডিকেট কারণেই ভোজ্যতেলের দাম পরিকল্পিত ভাবে বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে সরকার তেলের দাম বৃদ্ধির যে কথা বলে সেটা সম্পূর্ণ মিথ্যা, প্রতিবেশী কোনও দেশে তেলের দাম বাড়েনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password