ত্রাণের সাথে চড়-থাপ্পর ফ্রী (ভিডিও)

ত্রাণের সাথে চড়-থাপ্পর ফ্রী (ভিডিও)
MostPlay

নেত্রকোণার মোহনগঞ্জে সরকারি ত্রাণ নিতে গিয়ে এক ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন বানভাসী মানুষ। চড় দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকালে উপজেলার মাঘান সিয়াদার ইউনিয়নে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ,বন্যা দুর্গত মানুষদের ৮ কেজি করে চাল দিচ্ছিলেন ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগসহ সভাপতি আবু বক্কর সিদ্দিক।

এ সময় লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে গেলে এক নারী ও যুবকের চড় মারেন ইউপি চেয়ারম্যান। এছাড়া কয়েকজনের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। তবে চড় মারার বিষয়টি অস্বীকার করেছেন আবু বক্কর সিদ্দিক। জানান, বারবার ত্রাণ নিতে আসা একজনকে সরিয়ে দেন তিনি। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

যে যুবকটিকে চড় মারা হয়েছিল সেই যুবকটি জানিয়েছে, আমি লাইনে গিয়ে দাড়াইছি আমাকে বলছে তুই কি এইখানে থাকিস? আমি বলছি হো এখানে থাকি, এটা বলার পর ও আমাকে একটা চড় মেরে বসছে। যদি না দিতে পারে ওই না করবো, দিতে পারতাম না। তাইলে আমরা তো আর যাইনা ওই জায়গায় গিয়া দাড়াইনা এভাবে ডাইকা নিয়া মারাটা ঠিক না।

মন্তব্যসমূহ (০)


Lost Password