যশোরের শার্শায় উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসার অ্যাথলেটিকস প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে বুরুজবাগান মাধ্যামিক বিদ্যালয় মাঠে এই অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি শেখ আফিল উদ্দিন।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালেহ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ইউপি সদস্য আবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন