নিউজিল্যান্ড সফরে না যেতে ছুটি চেয়েছেন সাকিব

নিউজিল্যান্ড সফরে না যেতে ছুটি চেয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশ দল যাবে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। সেই উপলক্ষে দলও ঘোষনা করেছে বিসিবি। ঘোষিত ১৮ সদস্য বাংলাদেশ দলে অলরাউন্ডার সাকিব আল হাসান থাকলেও সফরে যেতে চাইছেন না সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে মৌখিকভাবে নিউ জিল্যান্ড সফরে না যাওয়ার কথা বলেছিলেন সাকিব আল হাসান। বিসিবি বোর্ড প্রধান সাকিবকে নিউ জিল্যান্ড সফরে না যাওয়ার কারণ জানিয়ে আনুষ্ঠানিক চিঠি দিতে বলেন। সর্বশেষ খবর অনুযায়ী দল ঘোষণার একঘণ্টা পর বোর্ডে চিঠি দিয়ে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে চিঠি দিয়েছেন সাকিব আল হাসান।

জানা গেছে জরুরি পারিবারিক কারণে নিউজিল্যান্ড যেতে অপারগতা প্রকাশ করেছেন সাকিব। যদিও বিষয়টা নিয়ে অনেকেই মুখে কুলুপ এঁটে বসেছেন। প্রথমে চিঠির কথা না জানার কথা বললেও শেষ পর্যন্ত গনমাধ্যমের কাছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক জালাল ইউনুস কাছে স্বীকার করেছেন, সাকিবের চিঠি দেওয়ার বিষয়টি। তিনি জানিয়েছেন, সন্ধ্যার পরই বিসিবির কাছে নিউজিল্যান্ড সফরে যেতে না চেয়ে ছুটির ব্যাপারে চিঠি দিয়েছেন।

শেষ পর্যন্ত সাকিবের ছুটি মঞ্জুর হলে এ নিয়ে টানা তৃতীয়বার নিউ জিল্যান্ড সফরে যাবেন না সাকিব। এ বছরের শুরুতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউ জিল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। সন্তানসম্ভ্যবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। ২০১৯ সালে সাকিব অধিনায়ক থাকলেও পারিবারিক কারণে ছুটি নিয়েছিলেন। ২০১৭ সালে সবশেষ নিউ জিল্যান্ড সফর করেছেন তিনি। টেস্টে ক্যারিয়ার সেরা ২১৭ সালের ইনিংসটি খেলেছিলেন সেই সফরেই।

মন্তব্যসমূহ (০)


Lost Password