রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব

রাশিয়ার কাছ থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব
MostPlay

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সৌদি আরব নিজেদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহারের জন্য অন্য সময় যে পরিমাণ তেল কেনে, সেই তুলনায় এখন রাশিয়ার কাছ থেকে দ্বিগুণ পরিমাণ তেল কিনেছে।

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং ইউক্রেনে রাশিয়া আগ্রাসন চালানো সত্ত্বেও তাদের তেল কেনার পরিমাণ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। সৌদি আরব নিজেও বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ। রাশিয়ার তেল ও জ্বালানির ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তাদের গ্রাহকের সংখ্যা কমে যায়। এরপর রাশিয়া ডিসকাউন্ট মূল্যে তেল বিক্রি করা শুরু করে।

রাশিয়ার এসব জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দিয়ে গ্রীষ্মের চাহিদা মেটায় সৌদি আরব। অন্যদিকে নিজেদের অপরিশোধিত তেল বৈশ্বিক বাজারে রপ্তানি করে থাকে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রাশিয়ার জ্বালানির ব্যবহার কমিয়ে রাশিয়ার লাভের পরিমাণ কমিয়ে দেওয়ার চেষ্টা করে আসছেন। কিন্তু ডিসকাউন্ট মূল্যে বিভিন্ন দেশ তেল কেনা অব্যহত রেখে বিষয়টি জটিল করে দিচ্ছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্যসমূহ (০)


Lost Password