বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা

বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা
MostPlay

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। বাইডেন ছাড়াও এ নিষেধাজ্ঞার আওতায় আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ শীর্ষপর্যায়ের ১৫ জন নেতা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ মঙ্গলবার এ খবর জানায়।

ইউক্রেন রুশ অভিযান ঘিরে যু্ক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার তীব্র দ্বন্দ্ব চলছে। গত ২৪ মার্চ ইউক্রেনে রুশ অভিযান শুরু হয়। এরপর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপের নানা দেশ রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া শুরু করে।

এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই এবার যুক্তরাষ্ট্রের নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো মস্কো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী এল অস্টিনসহ ১৫ জনের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার কথা জানায়।

আজ মঙ্গলবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে যুক্তরাষ্ট্র আজ রাশিয়ার ১১ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। এই কর্মকর্তাদের কেউ কেউ রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিপীড়ন চালিয়েছেন বলে উল্লেখ করেছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওই ১১ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে চতুর্থ দফার নিষেধাজ্ঞায় অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এ সিদ্ধান্তের আওতায় রাশিয়ায় বিলাসবহুল পণ্য রপ্তানি ও স্টিলের পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা এসেছে যুক্তরাজ্যের পক্ষ থেকেও। গতকাল আরো ৩৫০ রুশ নাগরিককে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে। পাশাপাশি ভদকা থেকে শুরু করে স্টিল পর্যন্ত বিভিন্ন পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে। জাপান নতুন করে রাশিয়ার ১৭ নেতারা বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে।

সূত্র : সিএনএন, এএফপি।

মন্তব্যসমূহ (০)


Lost Password