উত্তাল সাগরে ডুবে গেছে প্রায় ২০টি ট্রলার, সেন্টমার্টিনে এল জনমানবশূন্য জাহাজ

উত্তাল সাগরে ডুবে গেছে প্রায় ২০টি ট্রলার, সেন্টমার্টিনে এল জনমানবশূন্য জাহাজ
MostPlay

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়তে শুরু করেছে। উত্তাল সাগরে ডুবে গেছে প্রায় ২০টি মাছ ধরার ট্রলার। দ্বীপে ভেসে এসেছে বিশাল এক কার্গো জাহাজ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে জাহাজটি দেখতে ভিড় করছেন শত শত দ্বীপবাসী।

আজ সোমবার বেলা ১১টার দিকে ছেঁড়া দ্বীপের মৌসুমি পাথরের পাশে আটকা পড়ে কার্গোটি। এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং–এর প্রভাবে দুপুর থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আজ বিকেল ৩টা থেকে দেশের তিন বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিমানবন্দরগুলো হচ্ছে— চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বাংলাদেশ উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এরই মধ্যে বাংলাদেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। সারা দেশে দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আগামীকাল মঙ্গলবার ভোরে বাংলাদেশের খেপুপাড়া অঞ্চল দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে আশঙ্কা করা হচ্ছে। জোয়ার এলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমন আতঙ্কে রয়েছেন সেন্টমার্টিন দ্বীপবাসী। দিনের শুরু থেকে আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছেন দ্বীপের বাসিন্দারা।

আজ সকাল থেকে দ্বীপে প্রচণ্ড বাতাস বইতে শুরু করেছে। ধীরে ধীরে বাতাস ও বৃষ্টির বেগ বাড়ছে। সেই সঙ্গে সাগর উত্তাল। দ্বীপে আছড়ে পড়ছে ঢেউ। স্থানীয়রা জানিয়েছেন, এখন সাগর ভাটা হওয়া সত্ত্বেও যেভাবে সাগর উত্তাল হয়েছে, সন্ধ্যার পর থেকে জোয়ার এলে তাণ্ডব শুরু হয়ে যেতে পারে। এতে দ্বীপের জেটি ও অধিকাংশ এলাকায় ভাঙন শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, উত্তাল সাগরে ২০টির মতো মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তার মধ্যে দু–তিনটি ট্রলারের হদিস পাওয়া যাচ্ছে না। মাইকিং করা হচ্ছে। সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ জানান, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় জেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। সে হিসেবে ৫৭৬টি আশ্রয় কেন্দ্র, ৯ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ৯টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ৮৫টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। করে ক্ষতি হয়।

আজ সোমবার দুপুরে আন্তমন্ত্রণালয়ে বৈঠক শেষে ঘূর্ণিঝড় সিত্রাং নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা থেকে ৮টার দিকে পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানবে। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। ঘূর্ণিঝড়টি দেশের ১৫টি জেলায় আঘাত হানবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ভোলা, বরিশাল, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় আঘাত হানবে এই ঘূর্ণিঝড়টি।

এর মধ্যে ১৩টি জেলায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জেলাগুলো হলো সব সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বরিশাল।

মন্তব্যসমূহ (০)


Lost Password