ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে
MostPlay

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার (২৩ অক্টোবর) রাত থেকে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে, সেইসাথে রয়েছে দমকা বাতাস। আবহাওয়া অফিস বলছে, সোমবার মধ্যরাতেই এই ঝড় আঘাত হানবে বরিশালের খেপুপাড়ায়। তাই এরই মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার জন্য তৎপরতা শুরু হয়েছে।

আশ্রয়কেন্দ্র প্রস্তুত করেছে স্থানীয় প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী ও মেডিকেল টিম। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। বন্ধ আছে পণ্য খালাসের কার্যক্রমও। কক্সবাজারে পর্যটকদের সমুদ্র থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রয়েছে বরিশাল নৌবন্দর থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচলও। এদিকে, সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। বরগুনা, ভোলাসহ বিভিন্ন জেলার উপকূলবর্তী বাসিন্দারাও সিত্রাং আতঙ্কে আছেন। আগে থেকেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে যেকোনো মুহূর্তে পানি ঢুকতে পারে লোকালয়ে। এসব স্থান থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password