সৈাম্যকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা দিলেন রকিবুল ইসলাম

সৈাম্যকে স্কোয়াডে রাখার কারণ ব্যাখ্যা দিলেন রকিবুল ইসলাম
MostPlay

সৌম্য সরকারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা নিয়ে রীতিমতো সমালোচনার  জোয়ার বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন-ই বা সমালোচনা হবে না! গত দুই সিরিজে তার পারফরমেন্স ছিল খুবই হতাশাজনক। তার উপর দেশ সেরা ওপেনার তামিম ইকবালের জায়গায় সৌম্য সরকার খেলছে। এ নিয়ে নানান জনের নানা কথা নিয়ে চায়ের কাপে তুমুল ঝড় উঠছে।

গত দুই সিরিজে সৌম্যের রান যথাক্রমে ৪, ১৬, ৮, ২, ০, ২ । এমন হতাশজনক পারফরমেন্সই ছিল সমালোচনার পক্ষে উপযুক্ত যুক্তি। কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক  রকিবুল হাসান এসব সমালোচনাকে তোয়াক্কা না করেই উল্টো সৌম্যকে স্কোয়াডে রাখার যুক্তি উপস্থাপন করেন। তিনি বলেন গত দুটি সিরিজের পিচ ছিল স্লোয়ার/বোলিং পিচ। এ ধরনের পিচে ব্যাটসম্যানদের রান করার সুযোগ থাকে সীমিত।

তাই সৌম্যকে এ দুটি সিরিজ দিয়ে বিবেচনা না করাই ভালো। এর আগে সৌম্য বিদেশের মাটিতে অত্যন্ত ভালো করেছে। ইনিংসগুলো হলো ৬৮, ৮, ৫০, ১০, ৫১, ৫, ২০*, ৬২*, ৫* ও ৭ রানের। এ ১০ ম্যাচে সৌম্য সরকার ৪ টি অর্ধশত হাঁকিয়ে গড় রান করেন ৪১ ! যা টি-২০ ফরম্যাটে যেকোনো ব্যাটসম্যানের জন্যে ঈর্ষণীয় পারফরম্যান্স। তাও আবার এসব ম্যাচ ছিল বিদেশের মাটিতে।

রকিবুল হাসান আরো বলেন, মনে হয় বাংলাদেশের ১৭ কোটি মানুষই নির্বাচক। তারা তাদের পছন্দের প্লেয়ারকে স্কোয়াডে না দেখলে এমন মন্তব্য বরাবরই করে যান। কিন্তু নির্বাচকদের এসব সমালোচনাকে তোয়াক্কা না করেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password