প্রকাশিত হলো বাংলাদেশের প্রথম নলেজ স্কিল শেয়ারিং সোশ্যাল মিডিয়া

প্রকাশিত হলো বাংলাদেশের প্রথম নলেজ স্কিল শেয়ারিং সোশ্যাল মিডিয়া
MostPlay

গত ৮ই মার্চ প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রথম নলেজ এবং স্কিল শেয়ারিং সোশ্যাল মিডিয়া, ইসোলুমেট। ইসোলুমেটে যে কেউ ফ্রিতেই নিজেদের নলেজ এবং স্কিল শেয়ার করতে পারবেন। প্রথমে ব্যবহারকারীকে টিতে প্রবেশ করে রেজিস্ট্রেশন অপশনে গিয়ে সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর ব্যবহারকারীর ইউজার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

লগইন করার পর ব্যবহারকারী কে প্রোফাইল আপডেট সম্পূর্ণ করতে হবে। এরপর সাধারণত সোশ্যাল মিডিয়ার মত ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। এতে পোস্ট করা যাবে, ছবি আপলোড করা যাবে, ক্যাপশন যুক্ত করা যাবে এবং সেই সাথে আরো অনেক ফিচার উপভোগ করতে পারবেন ব্যবহারকারী। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই বিষয়ভিত্তিক এবং জ্ঞান ভিত্তিক হতে হবে।

পোস্ট করার সময় বা কোন কিছু শেয়ার করার সময় ব্যবহারকারীকে অবশ্যই একটি বিষয়বস্তু নির্বাচন করে দিতে হবে তা না হলে সেটি আপনাআপনি প্রত্যাখ্যান করে দিবে সিস্টেম। কারণ এটিতে থাকছে বিশেষ এক ধরনের অ্যালগরিদম ফাংশন যা কিনা বিষয়ভিত্তিক কনটেন্ট ব্যতীত অন্য সকল অবাঞ্ছিত বা আপত্তিকর তথ্য কিংবা ভিডিও কে নিমিষেই মুছে ফেলবে এবং সেই সাথে ব্যবহারকারীকে একটি সতর্কবার্তা জানাবে।

এমন করে যদি কোন ব্যক্তি বারবার আপত্তিকর পোস্ট কিংবা তথ্য শেয়ার করে তাহলে থাকে ব্লক করে দেয়া হবে। এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ব্যবহারকারী আর কোন প্রকার পোস্ট কিংবা তথ্য শেয়ার করতে পারবেন না। এর জন্য সার্বক্ষণিক সুদক্ষ টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে থাকবে। ব্যাবহারকারী তার পছন্দ অনুযায়ী বন্ধু বানাতে পারবেন এবং চাইলে পেজ ও গ্রুপ খুলতে পারবেন কিন্তু তা অবশ্যই নিয়ম মেনে হতে হবে।

চাইলে কোনো ব্যবহার করি তার বিজ্ঞাপন ও দিতে পারবেন নিজে এ খুব সহজে। ইসোলুমেটের সিইও এস. এম সাম্য বিডিটাইপ ডট কম কে বলেন, "আমরা দেখতে পাই এখন অনেক ছোট ছোট বাচ্চারা ফেইসবুক ইউজ করে। এছাড়াও অনেক মানুষ ফেইসবুকে অনেক অযথা সময় কাটান। তো সেখান থেকেই আমাদের মাথায় আসলো এমন কিছু করার যার মাধ্যমে তারা ফেইসবুকের মতোই ফিল পাবেন আবার একই সাথে সময়টাকেও কাজে লাগাতে পারবেন।

" আমরা সবাই জানি ফেইসবুকে কোনো নির্দিষ্ট কনটেন্ট থাকে না। যার ফলে অনেক এডাল্ট কনটেন্টও সামনে চলে আছে অনেকের। এছাড়াও ভুল তথ্য তো আছেই। এতো সব সমস্যার একটাই সমাধান। ইসোলুমেট। এ ব্যাপারে ইসোলুমেট এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, " শুরুতে ইসোলুমেট শুধুমাত্র নলেজ এবং স্কিল শেয়ারিং সোশ্যাল মিডিয়া হিসেবে শুরু করলেও খুব তাড়াতাড়ি আমরা স্কিল সেলিং এর অপশন আনতে যাচ্ছি।

এতে সবাই নিজেদের নলেজ এবং স্কিল শেয়ারের পাশাপাশি স্কিল সেলও করতে পারবেন বিনা মূল্যে। এতে সবাই নিজেদের স্কিলকে কাজে লাগাতে পারবে এবং আমরা দক্ষ এক বাংলাদেশের জন্য আরেক ধাপ এগিয়ে যাব।" এছাড়াও তাদের টেকনিক্যাল টিমের সদস্য মোঃ হিজবুর রহমানের কাছ থেকে জানা যায় আসন্ন ঈদ-উল-ফিতর এর পরপরই ইসোলুমেট তাদের অ্যাপ প্রকাশ করতে যাচ্ছে। এতে মোবাইল গ্রাহকরা খুব সহজেই ইসোলুমেট ব্যবহার করতে পারবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password