নওগাঁর ধামইরহাটে কুষ্ঠ রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে কুষ্ঠ রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসী স্কুল ও কলেজে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার আয়োজনে কুষ্ঠ রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মশালা ২০২৩ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮জুলাই) বেলা ১১টায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার আয়োজনে এক্টিভেটিং এন্ড এনগেজিং গভর্নমেন্ট এন্ড পিপল ইন পার্টনারশীপ দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচির পক্ষ থেকে কুষ্ঠরোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত জনসচেতনতামূলক কর্মশালায় জগদল আদিবাসী স্কুল ও কলেজের প্রায় ৪০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ, মো. ইলিয়াস আলম, উপজেলা স্বাস্থ্য সহকারী, মো. আবুল হোসেন, সাবেক জিবি সদস্য, মো. আলতাফ হোসেন, সহকারী শিক্ষক, মো. ছাইদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা কুষ্ঠ রোগ নির্ণয় ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এবং সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password