ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল

নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইমাম মোয়াজ্জিন কল্যান সমিতি ফিলিস্তিনি মুসলিম জনগণের উপর ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুর ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নওজোয়ান মাঠে সভাপতি ইমাম মোয়াজ্জিন কল্যান সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আ ন ম আকরাম হোসেনের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে তারা বলেন, ইসরায়েল যদি আল আকসা মসজিদ দখল করতে চায় তাহলে শরীরের প্রতিটি রক্তবিন্দু দিয়ে হলেও আল আকসা মসজিদ আমরা রক্ষা করব। ইসরায়েলের সকল পণ্য বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে, সেই সাথে বাংলাদেশ সরকারের নিকট ফিলিস্তিনি সাধারণ জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।

এসময় তারা "নারায়ে তাকবীর আল্লাহু আকবার" বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো "ইসরায়েল নিপাত যাক" ইসরায়েলের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও" বলে স্লোগান দেন। শেষে দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়। এ বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, এলজিডি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান, ইমাম মোয়াজ্জিন কল্যান সমিতির সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আইয়ুব আলী, হাফেজ মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আজিমুদ্দিন প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password