নওগাঁর পোরশায় EARL প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় EARL প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত
MostPlay

নওগাঁর পোরশায় ডাসকো ফাউন্ডেশন এর EARL প্রকল্পের প্রকল্প পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাডে ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। EARL প্রকল্পটি হেকস ইপার এর আর্থিক সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে নওগাঁর মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার এবং পোরশা উপজেলার ৩টি করে মোট ১২ টি ইউনিয়নে ৩৫০০ নৃ-গোষ্ঠি ও প্রান্তীক পরিবার নিয়ে বাস্তবায়ন করা হচ্ছে।

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বসবাসকারী দলিত সম্প্রদায়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং অন্যান্য প্রান্তীক মানুষের অধিকার ভিত্তির লক্ষ্যে এই প্রকল্প প্রণয়ণ করছে। প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো প্রাতিষ্ঠানিক সেবায় অধিকার ভিত্তিক প্রবেশগম্যতা বৃদ্ধির মাধ্যমে দলিত, ক্ষুদ্র নৃতাত্তিক জনগোষ্ঠী এবং অপরাপর প্রান্তীক জনগোষ্ঠীর অর্থ-সামাজিক উন্নয়নের দ্বারা তাদেরকে সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করা। মূলধারার বাইরের এই জনগোষ্ঠীর জন্য সরকারী, বে-সরকারী সেবায় প্রবেশগম্যতা নিশ্চিত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং মূলধারার মানুষের সাথে বন্ধত্বপূর্ণ সম্পর্কে জোরদার করা এই উন্নয়ন উদ্যোগের অন্যতম লক্ষ্য। প্রকল্পের উপজেলা অফিসার মোঃ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহ মঞ্জুর মোরশেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাজীবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ বেগম, অফিসার ইনচার্জ জহুরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ নাজমুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ হায়দার আলী, উপ সহকারী প্রকৌশলী আলহামিম, ডিপিএইচই উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন, আরএমও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্য ডা: তারিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী বিএমডিএ মোঃ কাজীমুদ্দীন, প্রকল্পের ফোকাল পার্সন মদন দাস, সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর, হেকম/ইপার বাংলাদেশ রুকুনুল ইসলাম, প্রকল্প সম্বয়কারী মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্পের অংশগ্রহণকারী চন্দ্রা, মশিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, ছাত্তড় ইউপি প্যানেল চেয়ারম্যান, মোঃ হাবিবুর রহমান, তেঁতুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মকার্তা, প্রকল্পের অংশগ্রহণকারী এবং প্রকল্প কর্মীগণ।

মন্তব্যসমূহ (০)


Lost Password