আত্রাই শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আত্রাই শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ অক্টোবর) বৈকাল ৩ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাংসদ সদস্য,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী প্রামানিক,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক নাদিম, প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, ওসি মোঃ তারেকুর রহমান সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি নিজস্ব তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে তিন হাজার টাকা করে প্রদান করেন

মন্তব্যসমূহ (০)


Lost Password