নওগাঁর সাপাহার উপজেলায় সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন।
শুক্রবার সকাল ১০টা হতে ১২টা পর্যন্ত সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪ শত ৭৮ জন পরিক্ষার্থীর মধ্যে ৪শত ৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। ৪জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো !
পরিক্ষা চলাকালীন সময়ে অন্যান্যর মধ্যে কেন্দ্র পরিদর্শন সহ উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৃষীত কুমার চৌধুরী, সহকারি শিক্ষা অফিসার অসীম সাহা ও রবীন্দ্রনাথ, রাজ্য ধর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি হাফিজুল হক, প্রচার সম্পাদক নাজমুল হক সনি প্রমুখ । কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম।
উল্লেখ্য সরকারি ঘোষণা অনুযায়ী ২০২২ প্রাথমিকে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষা অবাধ ও শান্তিপূর্ণভাবে সারা দেশের ন্যায় সাপাহারে অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন