রংপুরে বিএনপির সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়া

রংপুরে বিএনপির সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়া
MostPlay

রংপুরে সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিন পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল সাড়ে ৩টায় সমাবেশ শুরু করার ঘোষণা দেওয়া হয়।

এর একঘণ্টা পর বিকাল সাড়ে ৪টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে প্রধান সড়কে মঞ্চ বানিয়ে সমাবেশ শুরু করা হয়। এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি, হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা।

পুলিশ বলেছে, সমাবেশের জন্য প্রধান সড়ক বন্ধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর উচ্ছৃখল নেতাকর্মীরা চড়াও হন। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এদিকে, সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

সমাবেশে তিনি বলেন, ‘বিএনপি এই সরকারের অধীনে কোনও নির্বাচনে অংশ নেবে না। আন্দোলন করেই এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।’ রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন– জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাফুজ উন নবী ডন, বিএনপি নেত্রী শাহিদা বেগম জ্যোৎস্না প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password