নওগাঁর রাণীনগরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালের বীজ রোপণ কর্মসূচি শুরু করেছে নেট্জ বাংলাদেশ এর সহযোগিতায় বাস্তবায়িত ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্প। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় কর্মসূচির উদ্বোধন করেন ডাসকো ফাউন্ডেশনের পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: বাবর আলী।
এ দিন উপজেলার রানীনগর টু নাটোর হাইওয়ে রাস্তায় চকের ব্রীজ থেকে গোনা বাইপাস এবং গোনা বাইপাস রাস্তা থেকে গোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার ফাঁকা রাস্তার দুধারে ২হাজার তালবীজ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট একাউন্টেন্ট আলমগীর হোসেন, উপজেলা কো-অর্ডিনেটর আঃ রউফ মিলন, এ্যাডভোকেসী এ্যাসিস্ট্যান্ট বিলকিস মোরশেদা, ফিল্ড ফ্যাসিলিটেটর রুহুল আমিন, বিশ্বনাথ সরকার, মোমিনুল ইসলাম, মিলন, মো: মুক্তাদির, নাসির উদ্দীনসহ এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। জেলা সমন্বয়কারী মো: বাবর আলী বলেন, জলবায়ুর বিপর্যয় পরিবর্তন প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র রক্ষা, বর্জ্যপাত থেকে রক্ষা এবং দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে তালজীব রোপণ করা হয়। পর্যায়ক্রমে রাণীনগরসহ আত্রাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালের বীজ রোপণ করা শুরু করেছি এবং আগামীতেও এই ধরনের কর্মসূচি চালু থাকবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন