দুবাইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছে পাকিস্তান

দুবাইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে দিয়েছে পাকিস্তান
MostPlay

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের যেকোন ফরম্যাটে এর আগে ১২ বার মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। প্রতিবারই ভারতের কাছে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। ভারতকে হারের স্বাদ দিতে পারেনি একবারও। ১৩ বারের বেলায় এবার পারল বাবর আজমের পাকিস্তান। বিশ্বকাপে ভারতকে হারের স্বাদ দিয়ে ইতিহাস পাল্টাল দলটি। তাই বলে ১০ উইকেটে জিতবে পাকিস্তান! তাও ভারতের বিপক্ষে? চিমটি কেটে বিশ্বাস করাতে হবে? নাহ তেমন কিছুর প্রয়োজন নেই। দুবাইয়ে ভারতকে স্রেফ উড়িয়ে ১০ উইকেটে জিতল পাকিস্তান।

ভারতের ছুঁড়ে দেয়া ১৫২ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পার হয়ে যান পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। হাতে তখনও বাকি ছিল ১৩টি বল। ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং ৫২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন বাবর আজম। পাওয়ার প্লে' তে রান ৪৩, ১০ ওভারে ৭১। শেষ ১০ ওভারে দরকার ছিল ৮১ রান। মাঝে ২ ওভারে ১৬ ও ১২ রান তুলে কাজটা সহজ করে নেন দুজন। এরপর ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে ১৩ বল আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তারা।

এর আগে এর আগে টস জেতা পাকিস্তানের বোলিংও ছিল নিয়ন্ত্রিত। শুরুটা করেছিলেন শাহীন শাহ আফ্রিদি। বল হাতে শুরুর দুই ওভারেই রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উইকেট নেন। শুরুর ধাক্কার পরপরই হাসান আলী তুলে নেন সূর্যকুমার যাদবের উইকেট। কিন্তু ব্যাট হাতে পাকিস্তানের আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ভারতের এই সংগ্রহে বড় অবদান অধিনায়ক বিরাট কোহলির।

তিনে নেমে ৪৯ বলে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। ঋষভ পন্থের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৭ রান। পাকিস্তানের হয়ে ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন শাহীন। ৪৪ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন হাসান আলী। ম্যাচসেরা হয়েছে শাহীন আফ্রিদি।

মন্তব্যসমূহ (০)


Lost Password