নওগাঁর পত্নীতলায় নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে নজিপুর কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, ড্রেস বিতরণ ও উপদেষ্টাদের মাঝে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নজিপুর বাসস্ট্যান্ডে অস্থায়ী কার্যালয়ে উক্ত আলোচনা সভা এবং নিসচা ড্রেস ও আইডি কার্ড বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উপজেলা কমিটির সদস্য সচিব ও নিসচা’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইউনুছার রহমান, আহবায়ক হাসান মুহম্মদ শাহরিয়ার, যুগ্ম-আহবায়ক আব্দুল গফুর, যুগ্ম-আহবায়ক মোর্শেদুল আলম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক ইখতিয়ার উদ্দীন আজাদ, মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা, উপদেষ্টা জিয়াউর রহমান জনি, সদস্য হেলাল উদ্দিন, আব্দুর রাজ্জাক, হামিদুল্লাহ্ মিসবা, প্রসেনজিৎ কুমার, প্রকাশ কুমার, ফারুক হোসেন, লাইলী বেগম, রাফিয়া সুলতানা রুপা, প্রীতি খাতুন, স্মৃতি রাণী মহন্ত প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন