বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড

বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড
MostPlay

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ার অন্যতম শক্তির নাম নিউজিল্যান্ড। এখন পর্যন্ত আইসিসির বিশ্বকাপ জিততে না পারলেও সম্প্রতি বিশ্বকাপ ফাইনাল মানেই যেন নিউজিল্যান্ড। শেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে তারা ফাইনাল খেলছে। সেই নিউজিল্যান্ড আগামীবছর বিশ্বকাপে অংশ নিচ্ছে না। ভয় পাওয়ার কিছু নেই! নিউজিল্যান্ডের মূল দল নয় নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছে না।

নিউজিল্যান্ডে এখনও পুরোপুরি শিথিল হয়নি করোনাভাইরাসজনিত বিধিনিষেধ। বিশেষ করে অন্য দেশ থেকে কেউ নিউজিল্যান্ডে গেলে পালন করতে হয় কঠোর কোয়ারেন্টাইন। মূলত এ কারণেই আগামী বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে কিউইরা।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ড নিজেদের নাম প্রত্যাহার করার ফলে কপাল খুলে গেছে স্কটল্যান্ডের। নিউজিল্যান্ড সরে দাঁড়ানোয় ১৬তম দেশ হিসেবে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।

আগামী ১৪ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত হবে যুব বিশ্বকাপের ১৪তম আসরটি। চার গ্রুপে ভাগ হয়ে লড়বে ১৬টি দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের চারটি দেশ অ্যান্টিগা এন্ড বারবুদা, গায়ানা, সেইন্ট কিটস এন্ড নেভিস ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর ১০টি মাঠে হবে সব খেলা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ তাদের শিরোপা ধরে রাখার মিশন করবে ১৬ জানুয়ারি সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্কে ইংল্যান্ডের বিপক্ষে।

মন্তব্যসমূহ (০)


Lost Password