নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদ বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার এস এম নাছির উদ্দীন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জম কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, ভাইস-চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, আনসার ভিডিপি অফিসার মোঃ আমিনুল হক প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন