নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস পালন

নওগাঁর মান্দায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যাশিশু দিবস পালন
MostPlay

‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় জাতীয় কন্যাশিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউএনওর হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবীব, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে রাম চন্দ্র দাসের লেখা ‘এসো বঙ্গবন্ধুর জীবন থেকে শিখি’ নামের ৬টি বই ছয়জন অতিথির হাতে তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে স্থানীয় এমপি মুহা. ইমাজ উদ্দিন প্রামানিকের দেওয়া পাঁচজন প্রশিক্ষিত নারীর মাঝে ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password