নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ;-এই প্রতিপাদ্য বিষযকে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১ ঘটিকার সময় উপজেলা মিলনায়তনে সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে র্যালি,আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার, মৎস্য অফিসার রুজিনা পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী সহ উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও উপজেলার শতাধিক মৎস্যজীবী। অনুষ্ঠানে তিনজন মৎস্যজীবীকে পুরস্কৃত করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন