নওগাঁর সাপাহারে যিশুখ্রিস্টের জন্মতিথি বড়দিন উদযাপন

নওগাঁর সাপাহারে যিশুখ্রিস্টের জন্মতিথি বড়দিন উদযাপন

নওগাঁ সাপাহারে ফুলে ফুলে সু সজ্জিত হয়ে উৎসব-আনন্দ আয়োজন আর প্রার্থনার মধ্য দিয়ে কেক কেঁটে খ্রিস্টধর্মের অনুসারীরা উদযাপন করছে যিশুখ্রিস্টের জন্মতিথি বড়দিন।

২৫ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার পাশ্ববর্তী নিভৃত পল্লী এলাকা লক্ষীপুরে অবস্থিত বাংলাদেশ ইভেনজিয়ালিক্যাল হলিনেস চার্চের শাখা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বড়দিন উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইভেনজিয়ালিক্যাল হলিনেস চার্চের সাপাহার শাখার চেয়ারম্যান রেভ: ডেভিড ডি বিশ্বাসের উদ্যোগে নানান রঙ্গের ফুল, রঙিন কাগজ আর আলোয় আলোয় সাজানো হয়েছে গির্জা ঘর।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব দেশে ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে, ন্যায়, শান্তি ও সত্য প্রতিষ্ঠার মাধ্যমে শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রবর্তন করা ছিল যিশুখ্রিস্টের অন্যতম ব্রত।‘বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য মহামতি যিশু নিজেকে উৎসর্গ করেছেন। তার ন্যায়, জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলির জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।

আজকের সমাজব্যবস্থায় তার শিক্ষা ও আদর্শগুলোকে অনুসরণ করা প্রয়োজন।সার্বজনীন সে প্রার্থনায় অংশ নেয় খ্রিস্টান ধর্মাবলম্বী লক্ষীপুরে এলাকারনারী-পুরুষ ও শিশু। গির্জার পাশাপাশি খ্রিস্টানদের বাড়িতে বাড়িতে ও পার্শ্ববর্তী ছোট ছোট গির্জায় চলছে নানা অনুষ্ঠান।

মন্তব্যসমূহ (০)


Lost Password