নওগাঁর পত্নীতলায় সাইবার অপরাধে গ্রেফতার ৩

নওগাঁর পত্নীতলায় সাইবার অপরাধে গ্রেফতার ৩
MostPlay

নওগাঁর পত্নীতলা উপজেলায় অনলাইন অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেন এর মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া ০৩ (তিন) জন সাইবার অপরাধী গ্রেফতার।

গতকাল বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা এর নেতৃত্বে নওগাঁ জেলার পত্নীতলায় থানাধীন নজিপুর পৌরসভার ০৬নং ওয়ার্ডস্থ দক্ষিণ হরিরামপুর গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলার বাবনাবাজ গ্রামের সাইদুলের ছেলে আতা রাব্বি (২০), মহাদেবপুর উপজেলার গোসাইপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল হোসেন (২১) এবং পাবনা জেলার আমিনপুর উপজেলার খানপুর গ্রামের হরিদাস কর্মকারের ছেলে মিঠুন কর্মকার (৩০) কে আটক করে র‌্যাব।

এসময় তাদের কাছে থাকা (ক) স্মার্টফোন- ১৪ টি (খ) সীম- ০৫ টি, (গ) ল্যাপটপ- ০২ টি, (ঘ) মাউস- ০৫ টি, (ঙ) কী-বোর্ড-০৫ টি, (চ) ক্যাবল- ১৫ টি, (ছ) ব্যাংক চেক - ০১ টি, (জ) ষ্ট্যাম্প -০১ টি, (ঝ) নগদ অর্থ-৫৮০/-, (ঞ) পাওয়ার ব্যাংক- ০১ টি জব্দ করা হয়েছে।

আজ র‌্যাবের এক বার্তাতে জানা যায় গ্রেফতারকৃত আসামীগণ ডিজিটাল মাধ্যম বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। তারা অবৈধভাবে বিদেশীদের কাছ থেকে ডলার কিনে টাকায় রূপান্তরের পাশাপাশি কমিশন রেখে বিদেশিদের কাছে পাঠাতো। এভাবে তারা অন্যান্য পেশাদার ক্রিপ্টোকারেন্সি ডিলারদের সাথে অবৈধভাবে ডলার ক্রয়-বিক্রয় এর মাধ্যমে বাংলাদেশ সরকারকে কর ফাঁকি দিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

এই বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্নীতলা থানায় “ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩০/৩৫ ধারায়” মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password