নওগাঁয় চিকিৎসক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা, স্বামীর জেলে

নওগাঁয় চিকিৎসক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর যৌতুক মামলা, স্বামীর জেলে
MostPlay

নওগাঁ সদরে স্ত্রীর দায়ের করা মামলায় আল রাজী নামে এক চিকিৎসককে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার (২১ অক্টোবর) নওগাঁ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ওই চিকিৎসকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় নওগাঁ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। ২০ আগষ্ট স্ত্রী ডাক্তার তাহমিনা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার পর অভিযুক্ত আল রাজী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে হাজির হয়ে আবারও জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডাঃ আল রাজি নওগাঁ শহরের আল-রাজী আই কেয়ার হসপিটালের কর্নধার ডাঃ ময়েন উদ্দিনের ছেলে।

মামলার বাদি ডাঃ তাহমিনা জানান, ২০১৩ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোটা অংকের যৌতুক দাবি করে আসছিল আল-রাজী ও তার পরিবার। যৌতুক না পেয়ে নির্যাতন করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password