নওগাঁর সাপাহার উত্তর কোলাপাড়া উপ-নূষ্ঠানিক প্রাথঃ বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহার উত্তর কোলাপাড়া উপ-নূষ্ঠানিক প্রাথঃ বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহার উপজেলার উত্তর কোলাপাড়া উপ-নূষ্ঠানিক প্রাথঃ বিদ্যালয় এর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৮ মে সোমবার সকাল ১০ টার সময় হতে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন তিলনা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মুরাদ হোসেন। সাপাহার প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মতিউর রহমান।

এ সময় ইউপি সদস্য আফজাল হোসেন, নাজমা আক্তার, প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির ইসমাইল হোসেন ও মিজানুর রহমান সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ে সরকারী কোনো সুযোগ সুবিধা, বেতন ভাতা না থাকার পরও এলাকার কয়েকজন শুভাকাঙ্ক্ষী ও শিক্ষিকাদের মহতি উদ্যোগে ব্যক্তিগতভাবে ওই এলাকার অনেকগুলো শিশুকে পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। যার প্রেক্ষিতে কোমলমতি শিশুদের উৎসাহিত করতে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায় ওই গ্রাম থেকে এলাকার তিন কিলোমিটার এর মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই এমনটি দাবি করে একটি বিদ্যালয় সরকারিভাবে কামনা করেছে সর্বসাধারণ।

মন্তব্যসমূহ (০)


Lost Password