নওগাঁ রাণীনগর উপজেলায় গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানাপুলিশ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছী পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে হিরোন (৩৫) ও রিয়াজ উদ্দীনের ছেলে পিন্টু (৩৮) কে আটক করা হয়।
আটককালে তাদের নিকট থেকে ৫০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আজ বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন